স্বতন্ত্র প্রার্থী হিসেবে লেবার পার্টির সাবেক প্রধানের জয়

|

ছবি- লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয় পেয়েছেন লেবার পার্টির সাবেক প্রধান জেরেমি করবিন। লেবার পার্টির প্রার্থীকে হারিয়েই বিজয় নিশ্চিত করেছেন আলোচিত এই রাজনীতিবিদ।

১৯৮৩ সাল থেকে ইসলিংটন নর্থ আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন করবিন। তবে, এবারই প্রথম লড়েছেন স্বতন্ত্র হিসেবে। নির্বাচনে লেবার পার্টির প্রার্থী প্রফুল নারগান্দকে প্রায় আট হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেশ সরব তিনি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ-প্রতিবাদেও অংশ নিয়েছেন তিনি। এমনকি পার্লামেন্টে দেয়া ভাষণেও ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply