আবারও বেশ জোরালো হয়েছে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা। দু’পক্ষের মধ্যকার আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্ততাকারীরা।
এদিকে, বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নতুন করে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে তেলআবিব। গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের নেতৃত্বে আজ কাতার যাবেন প্রতিনিধিরা।
এর আগে, গত বৃহস্পতিবার প্রস্তাবে নতুন করে সংশোধনী আনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই প্রতিনিধি পাঠানোর অনুমোদন দেয় ইসরায়েল সরকার।
যুক্তরাষ্ট্রের দাবি, চুক্তিতে পৌঁছাতে যুদ্ধবিরতির প্রস্তাবের নতুন একটি কাঠামো তৈরি করা হয়েছে। যা শীঘ্রই সফলতার আলো দেখতে পারে।
/এমএইচ
Leave a reply