অর্থপাচার ও ঋণ খেলাপীর অশুভ চক্র দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ

|

ছবি: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অর্থপাচার ও ঋণ খেলাপীর যে অশুভ চক্র গড়ে উঠেছে, তাদের দমনে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছাঁয়া সংসদ বিতর্কে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সাবেক এই গভর্নর বলেন, অর্থপাচার ও ঋণখেলাপী বন্ধ না হলে এক সময় তা সরকারের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এবারের বাজেটের বড় দুর্বলতা– পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। যেহেতু আইএমএফ এ বিষয়ে নিশ্চুপ আছে তাই বিস্তারিত কোনো নির্দেশনা নেই বলেও জানান তিনি।

ড. ফরাসউদ্দিন বলেন, সাড়ে ৬ শতাংশ মূল্যস্ফীতি নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। ৫০ হাজার কোটি টাকা সুদ মওকুফ অত্যন্ত আপত্তিকর বলেও জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর।

/এটিএম/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply