আর্জেন্টিনার কাছে হেরে চাকরি হারালেন ইকুয়েডর কোচ

|

২০২৩ সালের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। তবে এক বছর পূর্ণ হবার আগেই দায়িত্ব হারালেন তিনি। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থ রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আজ সকালে, কোপা আমেরিকার-২০২৪ আসরের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরেছে ইকুয়েডর।

ম্যাচে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মিনিটে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার জন্য আরও একবার ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

টাইব্রেকারে পরপর দুটি অবিশ্বাস্য সেভে দলকে রক্ষা করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। 

অন্যদিকে, আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না ইকুয়েডরের!

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply