যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী হলেন অ্যাঞ্জেলা রেনার

|

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। নির্বাচনের পরদিনই মন্ত্রিসভা গঠনের কার্যক্রম শুরু করেছে দলটি। প্রধানমন্ত্রী হিসেবে আগেই ঘোষণা করা হয় দলটির নেতা কিয়ের স্টারমারের নাম। এবার উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন অ্যাঞ্জেলা রেনার। শুক্রবার (৫ জুলাই) তার নাম ঘোষণা করা হয়।

মন্ত্রীসভায় উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির লেভেলিং আপ, হাউজিং অ্যান্ড কমিউনিটিস বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন ব্রিটিশ এ নারী রাজনীতিক।

অ্যাঞ্জেলা রেনার ২০২০ সাল থেকে লেবার পার্টির ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ২০২৩ সাল থেকে দেশটির পার্লামেন্টে ছায়া উপপ্রধানমন্ত্রী এবং লেভেলিং আপ, হাউজিং অ্যান্ড কমিউনিটিস বিভাগের ছায়া সচিবের দায়িত্বও পালন করছেন।

উল্লেখ্য, ২০১৫-২০২৪ সাল পর্যন্ত অ্যাসটন আন্ডার লাইনের সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন অ্যাঞ্জেলা রেনার।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply