Site icon Jamuna Television

প্রথমবার যুক্তরাজ্যের আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে মুসলিম নারী

প্রথমবার যুক্তরাজ্যের আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একজন মুসলিম নারী। নতুন মন্ত্রিসভায় এই গুরুভার পেয়েছেন শাবানা মাহমুদ।

বার্মিংহামে জন্ম হলেও এই নারীর শৈশব সৌদি আরবের তায়েফে কেটেছে বলে জানা গেছে। ২০১০ সালে তিনিই প্রথম ব্রিটিশ মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে যান। ওই বছরই মুসলিম ও এশীয় বংশোদ্ভূত রুশনারা আলী ও ইয়াসমিন কুরেশি এমপি হন।

আইনজীবী শাবানা মাহমুদ একাধিকবার ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কঠোর সমালোচক হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার।

/এমএইচ

Exit mobile version