মন্ত্রিসভা গঠনে মনোযোগ প্রধানমন্ত্রী স্টারমারের, কে পেলেন কোন পদ

|

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন কেইর স্টারমার। এরইমধ্যে বণ্টন করা হয়েছে মন্ত্রিসভার সকল গুরুত্বপূর্ণ পদ।

লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে ডেভিড ল্যামিকে।

যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস।

অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাচেল রিভস। সিনিয়র নেতা এড মিলিব্যান্ডকে করা হয়েছে জ্বালানি বিষয়ক মন্ত্রী।

এ সরকারের শিক্ষামন্ত্রী করা হয়েছে ব্রিজিত ফিলিপসনকে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন ওয়েস স্টিটিং।

যুক্তরাজ্যে প্রথমবারের মতো আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে মুসলিম নারী শাবানা মাহমুদ।

অন্যদিকে শাবানা মাহমুদকে নিয়োগ দেয়া হয়েছে বিচারমন্ত্রী হিসেবে। মন্ত্রিসভার কলেবর আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন নতুন প্রধানমন্ত্রী কেইর স্টারমার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply