চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে। সামনে একাধিক বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বলেন, বন্যা মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সারাদেশে এ পর্যন্ত ১৫টি জেলা বন্যা আক্রান্ত হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে আবারও বন্যা হতে পারে। সেটির জন্যও প্রস্তুতি রয়েছে সরকারের।
বন্যার্তদের মাঝে এখন পর্যন্ত ৩ কোটি ১০ লাখ টাকা নগদ সহায়তা, ৮ হাজার ৭০০ টন চাল, ৫৮ হাজার ৭০০ ব্যাগ শুকনো খাবার, শিশু খাদ্য ৬০ লাখ টাকার এবং ৬০ লাখ টাকার গোখাদ্য দেয়া হয়েছে বলেও এ সময় জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
/এনকে
Leave a reply