পাবনায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ১

|

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর জিহাদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আশিফ নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত জিহাদ মুনসিদপুর গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে ও দাশুড়িয়া কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। রাতে থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।

এরপর শনিবার সকালে গোডাউনের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় জিহাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

উল্লেখ্য, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, নিহত জিহাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply