সুনামগঞ্জ প্রতিনিধি:
ভারতের চেরাপুঞ্জিতে ও সুনামগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় কমছে নদ-নদীর পানি। সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ১৩ মিলিমিটার।
তবে নদীর পানি কমলেও হাওরে নদীর পানি প্রবেশ অব্যাহত থাকায় হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। জেলার ১২ উপজেলার নিম্নাঞ্চল ও হাওরাঞ্চলের মানুষ এখনও পানিবন্দী। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কসহ পানিতে নিমজ্জিত রয়েছে অসংখ্য রাস্তা। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। আগামী ৪৮ ঘন্টা পানি হ্রাস পাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
উল্লেখ্য, মঙ্গলবার (৯ জুলাই) থেকে সিলেট বিভাগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে পরীক্ষার্থীদের। এতে সীমাহীন দুর্ভোগ ও বিড়ম্বনায় পড়তে হতে পারে তাদের।
/এমএইচআর
Leave a reply