বারডেমে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

|

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুলাই) রাত ১২টা নাগাদ, ৫৬ বছর বয়সী জাকিয়া সুলতানা নামের এক রোগীর মৃত্যর পর তার স্বজনরা এই অভিযোগ তোলেন।

রোগীর মেয়ে জানান, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতা নিয়ে ১ জুলাই শাহবাগের বারডেম হাসপাতালে ভর্তি করান মাকে। তার অভিযোগ- দিবাগত রাতে রোগীর শ্বাসকষ্টের সমস্যা হলে, চিকিৎসক গ্যাস্ট্রিকের কথা বলে নাক দিয়ে পাইপ ঢুকানোর চেষ্টা করেন। এ সময়, রোগীর মৃত্যু হয়।

তাদের অভিযোগ, শ্বাসনালী দিয়ে পাইপ ঢুকে যাওয়ায় এ অঘটন ঘটেছে। এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply