বন্যায় নেপালে প্রাণহানি কমপক্ষে ৪৭

|

প্রবল বন্যার কবলে হিমালয় কন্যা খ্যাত দেশ নেপাল। গত কয়েকদিনের দুর্যোগে রাজধানী কাঠমাণ্ডুসহ পশ্চিমাঞ্চলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৭ জন।

বাগমতি ও বিষ্ণুমতি নদীর পানি বেড়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। আশপাশের এলাকায় জারি রয়েছে জরুরি সতর্কতা। নদী ভাঙনের শিকার হওয়ার ঝুঁকিতে ৬০০ ঘরবাড়ি। কয়েকটি প্রদেশে ভূমিধসে কমপক্ষে ২৪ জন প্রাণ হারান। বজ্রপাতে প্রাণ হারায় আরও ১৯ জন। রাজধানী কাঠমান্ডুতে প্লাবিত রাস্তাঘাট। তলিয়েছে বাড়িঘরও; বিপর্যস্ত জনজীবন। এখনও ভারি বৃষ্টিপাত চলছে কোষি, কর্নালিসহ বিভিন্ন জেলায়।

আরও কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নেপালে প্রতিবছরই বন্যা, ভূমিধসে বড় ধরণের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয় বাসিন্দারা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply