স্বাগত হিজরি নববর্ষ, ১৪৪৬

|

ছবি- সংগৃহীত

বিদায় ইসলামী আরবি বছর ১৪৪৫। স্বাগত হিজরি নববর্ষ ১৪৪৬। হিজরি সনের প্রথম মাস হলো মহররম। হিজরি সন গণনা করা হয় সন্ধ্যার পর থেকে। সে হিসেবে রোববার সন্ধ্যা থেকেই শুরু হয়েছে আরবি নতুন বছর।

পবিত্র কোরআন ও হাদিস শরিফে মহররম মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত- হাদিসে বিশ্বনবী (সা.) বলেছেন, রমজানের পর আল্লাহর কাছে মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ (মুসলিম-৩৬৮)।

বাংলাদেশে তিনটি বর্ষপঞ্জির ব্যবহার লক্ষ্য করা যায়। সরকারি-বেসরকারি অফিস, আন্তর্জাতিক যোগাযোগ ও লেনদেনসহ বিভিন্নক্ষেত্রে ইংরেজি বর্ষপঞ্জির ব্যবহার সর্বাধিক। হিন্দু-সম্প্রদায়ের পূজা-পার্বণ, বিয়ের দিনক্ষণ নির্ধারণ, কৃষিজীবীদের আবাদি মৌসুমের হিসাব প্রভৃতি ক্ষেত্রে বাংলা পঞ্জিকার ব্যবহারই বেশি চোখে পড়ে। অন্যদিকে মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, শবে-বরাত, শবে-কদর, ঈদসহ ধর্মীয় অন্যান্য বিষয়ে হিজরি সনের হিসাব অনুসরণ করা হয়।

হিজরি সন গণনার সূচনা হয় ঐতিহাসিক এক অবিস্ময়রণীয় ঘটনাকে উপলক্ষ্য করে। রাসূল (সা.) ও তার সঙ্গী-সাথীদের মক্কা থেকে মদিনায় হিজরতের ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই আরবি মহররম মাসকে হিজরি সনের প্রথম মাস ধরে সাল গণনা শুরু হয়েছিল। আল্লাহর নির্দেশ পালনার্থে তথা দ্বীনের স্বার্থে পবিত্র মক্কা থেকে মদিনায় বিশ্বনবী (সা.) ও সাহাবায়ে কেরামদের হিজরতের বছর থেকেই হিজরি সনের সূচনা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply