ইট কাঠের জঞ্জাল। বড় বড় দালান কোঠার ভিড়ে সবুজের দেখা মেলা ভার। সুউচ্চ ইমারত নির্মাণের অনুমতি দেয় যে সংস্থা, তারাই এবার হাতে নিয়েছেন সবুজায়ন প্রকল্প। নিজেদের আওতাধীন এলাকায় প্রায় পাঁচ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
ভবনের নকশা অনুমোদনে খালি জায়গায় গাছ লাগানোর শর্ত যুক্ত করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সোমবার (৮ জুলাই) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী। সেই সাথে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলন হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। রাজউকসহ মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাগুলোর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগরজুড়ে সবুজায়নের সুফল ভোগ করবে নগরবাসী।
/এটিএম
Leave a reply