উরুগুয়ের হাসপাতালে আগুন

|

উরুগুয়ের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানী থেকে প্রায় ২শ’ ৯০ কিলোমিটার দূরে অবস্থিত ট্রেইনটা ওয়াই ট্রেস শহরের একটি হাসপাতালে স্থানীয় সময় রোববার আগুন লাগে। হাসপাতালটি বড় নয়। সব মিলিয়ে ছয়টি ঘর। সেখানে অধিকাংশ প্রবীণ নাগরিকেরা ভর্তি ছিলেন। আচমকাই সেখানে আগুন লাগে। আগুনের কারণে ধোঁয়ায় ভরে যায় চারদিক। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, ধোঁয়াতেই ১০ জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালটিতে ২০ বছরের একজন যুবক ছিলেন। তিনি সেখানে কাজ করতেন। আগুন লাগার পর তিনি পালিয়ে প্রাণে বেঁচেছেন।

/এআই  

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply