ফুটবল উৎসবের বাকি আর ৭টি ম্যাচ

|

দেখতে দেখতে শেষ হয়ে আসছে দুই কনফেডারেশন উয়েফা ও কনমেবলের মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ ইউরো ও কোপা আমেরিকার লড়াই। এক সপ্তাহ ব্যবধানে শুরু হওয়া এই দুই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী সপ্তাহের ঠিক এইদিনে। ১৪ জুলাই দিবাগত রাতে (সোমবার) ৫ ঘন্টার ব্যবধানে বিশ্ব দেখতে পাবে ইউরোপ ও লাতিন আমেরিকান চ্যাম্পিয়নদের। রাত ১টায় বার্লিনে বসবে ইউরোর ফাইনাল। অপরদিকে ভোর ৬টায় ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার মেগা ফাইনাল।

দুই টুর্নামেন্টই এখন শেষ চারের লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে ইউরোর চেয়ে কোপায় একটি ম্যাচ বেশি হবে কারণ কোপায় দুই সেমিফাইনালে পরাজিত দলের মধ্যে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হলেও সেটি দেখা যায় না ইউরোতে। তাই ইউরোর বাকি ৩টি ম্যাচ অপরদিকে কোপায় আরও ৪টি ম্যাচ মাঠে গড়াবে।

ইউরোর শেষ দফা
সেমিফাইনাল-১: স্পেন বনাম ফ্রান্স (বুধবার রাত ১টা), মিউনিখ
সেমিফাইনাল-২: নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড (বৃহস্পতিবার রাত ১টা), ডর্টমুন্ড

ফাইনাল- সোমবার (১৫ জুলাই, রাত ১টা), বার্লিন।

কোপা আমেরিকার শেষ দফা
সেমিফাইনাল-১: আর্জেন্টিনা বনাম কানাডা (বুধবার ভোর ৬টা), নিউ জার্সি
সেমিফাইনাল-২: উরুগুয়ে বনাম কলম্বিয়া (বৃহস্পতিবার ভোর ৬টা), নর্থ ক্যারোলিনা
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ: সেমিফাইনালের দুই পরাজিত দল (রোববার ভোর ৬টা) , নর্থ ক্যারোলিনা

ফাইনাল- সোমবার (১৫ জুলাই, ভোর ৬টা), ফ্লোরিডা

উল্লেখ্য, এই দুই টুর্নামেন্টজয়ী দলের মধ্যে ফিনালিসিমা ম্যাচ অনুষ্ঠিত হবার জোর গুঞ্জন রয়েছে। তবে এখনও দুই কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply