শুধুমাত্র একটি দলের আবেদনের প্রেক্ষিতে তফসিল পেছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, তফসিল নির্ধারিত সময়েই ঘোষণা করা হবে। ভোটের স্বার্থে ও দেশের স্বার্থেই কমিশন ইভিএম পদ্ধতি প্রচলনের চিন্তা করছে বলেও জানান তিনি। তবে আগামী নির্বাচনে এর ব্যবহার হবে সীমিত আকারে। বিএনপি’র সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ করা হবে না বলেন জানান প্রধান নির্বাচন কমিশনার।
নুরুল হুদা বলেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এবং সংবিধানের আলোকে নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে জানুয়ারি মাসে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।
তিনি বলেন, বিশ্ব ইজতেমা রয়েছে জানুয়ারি মাসে। ১৫-২৬ জানুয়ারি দুই দফায় ইজতেমা হবে। তখন সেখানে সারা দেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়োগ করতে হয়। তাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।
Leave a reply