কেবল আইন দিয়ে সব সমস্যার সমাধান হয় না। দুর্নীতির সমাধানও নয়। এজন্য দরকার সচেতনতা, সামাজিক আন্দোলন। এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
আজ সোমবার (৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ-গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য’ শীর্ষক বঙ্গবন্ধু চেয়ার বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি বলেন, দুর্নীতিবাজদের একঘরে করা না গেলে দুর্নীতির ক্ষত একেবারেই মুছে দেয়া সম্ভব নয়। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি বন্ধ হবে বলে জানান তিনি।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, অবৈধ অর্থে ভোগ বিলাস এখন ফ্যাশনে পরিণত হয়েছে। কেউ জানতে চাচ্ছে না, এই অর্থের উৎস কোথায়?
/এএম
Leave a reply