ভারতে ভয়াবহ বন্যায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে মুম্বাইসহ মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন শহরে। বন্ধ ঘোষণা করা হয়েছে মুম্বাইয়ের সকল সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ। সোমবার (৮ জুলাই) এমনটা জানিয়েছে ডেকান হেরাল্ডসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।
টানা বৃষ্টিপাতের কারণে পানিতে তলিয়ে গেছে মুম্বাইয়ের সান্তাক্রুজ, আন্ধেরি, বড়িভালি এলাকা। জলাবদ্ধতা তৈরি হয়েছে ওয়াদালা, মাতুঙ্গা ও চেম্বুর শহরেও। পানিবন্দি হাজারও বাসিন্দা। খারাপ আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। যাত্রীদের যেকোনো ধরনের গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দিনভর বৃষ্টিতে বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কর্মকর্তারা বলেছেন, বৃষ্টি দুই ঘণ্টার বেশি বন্ধ থাকলে জলাবদ্ধতা কমবে। তবে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত চলতে পারে আরও দুই-তিন দিন।
/এএম
Leave a reply