নেপোলিয়নের পিস্তল নিলামে বিক্রি

|

১৮১৪ সালে নেপোলিয়ন তার বন্ধু আরমান্ড ডি কাউলিনকোর্টকে পিস্তলগুলো দিয়েছিলেন। ছবি: সিএনএন নিউজ।

সাবেক ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দুটি ফ্লিন্টলক গোসার্ড পিস্তল নিলামে বিক্রি হয়েছে। গত রোববার প্যারিসে এটি নিলামে বিক্রি হয়। ১৯ শতকে নেপোলিয়ন ফরাসি সাম্রাজ্য শাসন করেন। বন্দুক দুটি সেই সময়ের। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই দুটি পিস্তল ‘আত্মহত্যার চেষ্টায়’ ব্যবহার করতে চেয়েছিলেন সম্রাট নেপোলিয়ন। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মালিকানাধীন দুটি পিস্তল নিলামে ১৬ লাখ ৯০ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকারও বেশি।

নেপোলিয়ন বোনাপার্টের এই বন্দুকগুলো সোনা এবং রূপা দিয়ে জড়ানো এবং প্রোফাইলে নেপোলিয়নের একটি খোদাই করা ছবি রয়েছে। প্যারিসের বন্দুক প্রস্তুতকারী লুই-মারিন গসেটের তৈরি সম্রাট নেপোলিয়নের বন্দুক দুটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply