ভারতে সাপ কামড় দিয়েছিল এক রেলকর্মীকে। তবে এতে দমানো যায়নি ওই ব্যক্তিকে, উল্টো সাপকে কামড়ে দিয়েছেন। এতে মৃত্যু হয়েছে ওই সরীসৃপ প্রাণীটির।
এমনই ভয়াবহ ঘটনাই ঘটেছে ভারতের নওয়াদার রাজাউলি এলাকায়। গত মঙ্গলবার সাপের মুখে পড়েছিলেন ৩৫ বছর বয়সি রেলকর্মী সন্তোষ। সাপের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই যাকে বলে। আর সেই লড়াই শেষে দেখা গেল মারা গিয়েছে সাপটি!
মূলত রাজাউলির গভীর জঙ্গলে রেললাইন পাতার কাজ করেন সন্তোষ। রাতে তিনি শোয়ার জন্য় তোড়জোড় করছিলেন। সবেমাত্র রাতের খাবার শেষ হয়েছে। তখনই সাপ তাকে কামড়ে দেয়।
ঘটনার পরই সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি।
শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন সকালেই সন্তোষকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। আর জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলওয়ে কর্মী বেঁচে গেলেও মৃত্যু হয় সাপটির।
/এটিএম
Leave a reply