বন্যায় বিপর্যস্ত ভারতের কয়েকটি শহর, জরুরি সতর্কতা জারি

|

ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি শহর। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাতটা পর্যন্ত মুম্বাইয়ে কয়েকটি স্থানে ছয় ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খবর ইন্ডিয়া টিভিসহ একাধিক সংবাদমাধ্যমের।

বৃষ্টি অব্যাহত রয়েছে দিনভর। আর তাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। মুম্বাইয়ে জরুরি সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

এদিকে, ভারী বর্ষণের কারণে কর্ণাটকের কয়েক স্থানেও জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বন্যার কবলে পড়েছে উত্তরাখণ্ড। রাজধানী নয়াদিল্লিতেও হয়েছে ব্যাপক বৃষ্টি।

আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে ডুবে আছে অন্তত ২৭টি জেলা। সোমবারও প্রাণ গেছে ৬ জনের। মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply