সকলের জন্য মঙ্গলজনক সমাধানে সজাগ আছেন সরকারপ্রধান: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সকলের জন্য মঙ্গলজনক সমাধানের বিষয়ে দেশের সরকারপ্রধান সজাগ রয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের কোটা পুনর্বহাল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

কোটার বিষয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকলকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। কোটা বিচারাধীন বিষয়। আদালত নিশ্চয়ই এ বিষয়ে নির্দেশনা দেবে।

শিক্ষকদের আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যয়’ স্কিমে শিক্ষকদের স্বার্থ ক্ষুন্ন হবে না। যদিও আন্দোলন তাদের গণতান্ত্রিক অধিকার। তবে আন্দোলন করে বিশ্ববিদ্যালয় অচল করা ঠিক হবে না।

‘নৈপুণ্য অ্যাপ, জাতীয় পাঠ্যক্রম পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমে’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে নতুন পাঠ্যক্রম প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের মানসিকতা পরিবর্তন না হলে কখনোই তারা প্রশিক্ষিত হতে পারবেন না। নিজেদের চেষ্টা থাকতে হবে। এ সময়, সরকার দশম শ্রেনী পর্যন্ত অবৈতনিক শিক্ষার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply