স্পেনে ষাঁড়ের দৌড়ে আহত ২

|

ফাইল ছবি

স্পেনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘বুল রেস বা ষাঁড়ের দৌড়’। এ দৌড়ে দ্রতগামী ষাঁড়ের পায়ের চাপায় পিষ্ট হন অনেকে। এ বছরও ২ জন গুরুতর আহত হয়েছেন। খবর স্কাই নিউজের।

দেশটির উত্তরাঞ্চলীয় শহর পামপ্লোনায় হয়েছে এই আয়োজন। মধ্যযুগীয় এই উৎসবের সঙ্গে জড়িত রয়েছে ধর্মীয় চিন্তাধারা। শহরের সন্তুর স্মরণে প্রতি বছর ৬ থেকে ১৪ জুলাই এই ষাঁড়ের দৌড় উৎসব অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারীরা পরেন সাদা পোশাক ও গলায় লাল রুমাল। বিশালদেহী একেকটি ষাঁড়ের তাড়া খেয়ে প্রানপনে ছোটার মধ্যেই আনন্দ খুঁজে পান তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply