ড. ইউনূসের মামলার বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র

|

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলেছে, শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য বাঁধা তৈরি করে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

যুক্তরাষ্ট্র ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, এ মামলাগুলোর মাধ্যমে তিনি হয়রানির শিকার হতে পারেন বলে আগেও কয়েকবার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছি আমরা। বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন যে, শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে। এটা ভবিষ্যতে দেশটিতে সরাসরি বিদেশী বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াতে পারে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply