Site icon Jamuna Television

বাংলা ব্লকেডে অবরুদ্ধ সায়েন্সল্যাব, শাহবাগ

কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচি। ইতোমধ্যে রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগ এলাকা অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকালে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। পরে রাজধানীর নিউমার্কেট এলাকায় মিরপুর সড়কে বিক্ষোভ করে সায়েন্সল্যাব এলাকা অবরোধ করে রাখেন তারা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও শুরু হয়েছে আন্দোলন কর্মসূচী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে সব হল প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ অনুযায়ী আগামীকাল (বুধবার) সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে। দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেডের আওতায় থাকবে।

/এএস

Exit mobile version