বহু প্রচারিত হাথ্রাসের পর আবার সেই উন্নাও, ভারতে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে ফের মৃত্যুর মিছিল। বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় ভোররাতে উন্নাওতে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
হাইওয়েতে দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় যাত্রীবাহী বাস। দুর্ঘটনাটিতে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। ৩০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রের খবর, ভারতের উত্তর প্রদেশের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকায় একটি দুধের কন্টেনারে সজোরে ধাক্কা মারে ডবল ডেকার বাস। দুর্ঘটনার শিকার স্লিপার বাসটি বিহারের শিবগড় থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভোররাতে তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন বাসের যাত্রীরা। আচমকা ভয়ঙ্কর ধাক্কায় ঘুম ভাঙতেই সব শেষ !
দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারা দেখতে পান, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যাত্রীদের দেহ। চোখের নিমেষে যেন মৃত্যুপুরীতে পরিণত হয় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের বেহতামুজাওয়া এলাকা। এরপর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উত্তর প্রদেশ সরকার জানিয়েছে।
/এআই
Leave a reply