কোটা সংস্কার আন্দোলন সরকারের জন্য গলার কাঁটা হবে: ভিপি নুর

|

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন সরকারের জন্য গলার কাঁটা হবে। আজ বুধবার (১০ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক ভিপি নুর বলেন– শিক্ষার্থীদের এই অরাজনৈতিক দাবি নিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি না করার আহ্বান জানাই সরকারকে। বিলম্ব না করে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

আজ সকালে সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আদালত কেন স্থিতাবস্থা রাখলো, সেটা ভেবে দেখার বিষয়। শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের জন্য জনগণের ভোগান্তি হচ্ছে। মানুষ আদালতে যেতে পারছে না। তাও কেন আদালত এই নির্দেশ দিলো, দেখতে হবে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply