সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়ে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। আজ বুধবার (১০ জুলাই) সকালে তারা সমাবেশ করেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান-৭১ এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যতদিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবেন, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।
এ সময় তারা দাবি করেন, কোটাবিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসারও দাবি জানান তারা। সবক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার ব্যাপারেও দাবি জানানো হয়।
/এমএন
Leave a reply