ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চার আউটলেটে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব দোকান থেকে ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে তারা। এসব দোকানের ১০ কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করা হয়েছে। এতে ভ্যাট ফাঁকি হয়েছে এক কোটি ৩১ লাখ টাকা।
বুধবার (১০ জুলাই) এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।
গত সপ্তাহে প্রতিষ্ঠানটির গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চার দোকানে অভিযান চালিয়ে এ সংক্রান্ত নথিপত্র জব্দ করে এনবিআর। পরবর্তীতে জব্দ করা নথি পর্যালোচনা করে দেখা যায়, সাদিক অ্যাগ্রো ১০টি টাকার বিক্রির তথ্য গোপন করেছে। সেখান থেকে সরকার ১ কোটি ৩১ লাখ টাকা ভ্যাট হিসেবে পেত।
এনবিআর কর্মকর্তারা জানান, রাজধানীর গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চারটি দোকানে অভিযান চালানো হয়। সাদিক এগ্রোর ব্যবসা নিবন্ধন দিয়েই এসব প্রতিষ্ঠান চালানো হচ্ছে।
২০১৯ থেকে ২০২৩ সালে চার দোকানে বিক্রি হয় প্রায় ১৫ কোটি টাকার পণ্য। এতে ভ্যাট আসে দেড় কোটি টাকা। কিন্তু সাদিক এগ্রো পরিশোধ করে মাত্র ১৮ লাখ টাকা। ভ্যাট ফাঁকির অভিযোগে সাদিক এগ্রোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।
/এটিএম
Leave a reply