গাজা-ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের এক হাত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী

|

ইউক্রেন ও গাজা নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী আচরণের সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গতকাল বুধবার (১০ জুলাই) ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে দেয়া এক ভাষণে পশ্চিমাদের এক হাত নেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষার জন্য ইউক্রেনকে সমর্থন দিচ্ছে পশ্চিমারা। এই নীতিতে গাজার প্রতিও তাদের একই আচরণ করা উচিৎ। এই দুই ইস্যুতে তারা দ্বিমুখী আচরণ করছেন এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পশ্চিমাদের এই দুটি ইস্যুতেই এমন রাজনৈতিক অবস্থান নিশ্চিত করতে হবে যেখানে কোনো দ্বৈত নীতি নেই।

এ সময়, গাজায় ভয়াবহ মানবিক সংকট বন্ধ করতে বিশ্বকে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের দাবিও জানান। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি করা উচিৎ বলেও মন্তব্য করেন সানচেজ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply