দেশে সিজারের সংখ্যা কমিয়ে আনার ওপর জোড় দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এজন্য উপজেলা পর্যায়ে গর্ভকালীন সময়ের শুরু থেকেই মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান ডা. সামন্ত লাল সেন।
এ সময় ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, অভিযোগ আছে গর্ভবতী নারীদের এন্টিডেন্টাল চেকাপ হয় না। মাতৃমৃত্যু হার এবং জনসংখ্যা কমিয়ে আনতে পরিবার পরিকল্পনা অধিদফতরকে গুরুত্বের সাথে কাজ করার আহ্বানও জানান মন্ত্রী।
উল্লেখ্য, জনসংখ্যা দিবসের এবারের প্রতিপাদ্য ‘সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’।
/এমএইচ
Leave a reply