কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি।

কোটা আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশ না মেনে লিমিট ক্রস করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, স্থিতাবস্থা অনুযায়ী এখন কোটা নেই। এটা তাদের বোঝা উচিত।

বৃহস্পতিবার (১১ জুলাই) সচিবালয়ে মাদক বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলনকারীদের আদালতে গিয়ে কথা বলারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, এখন কষ্ট করে রাস্তায় অবস্থান করার প্রয়োজন নেই। কোর্টের বিষয় কোর্টে নিস্পত্তি হবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরও জনদুর্ভোগ করলে, অগ্নিসংযোগ ভাঙচুর করলে পুলিশ বসে থাকবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অযথা রাস্তা বন্ধ করতে গেলে জনগণের দুর্ভোগ হবে। জনদুর্ভোগ না করার জন্য অনুরোধ করছি। তারা ক্লাসে-বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক। তাদের কোনো কথা থাকলে প্রধানবিচারপতি আদালতে যেতে বলছেন।

মন্ত্রীর অভিযোগ, অনেকে শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে জলঘোলা করতে চাচ্ছে। ফাঁদে পা না দিয়ে মীমাংসার পথে থাকা বিষয়টি মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কোটা অনেক দেশেই আছে। কোটা যৌক্তিক কারণে থাকতে পারে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply