আগামী প্রজন্ম তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছে— কোটা প্রসঙ্গে আমীর খসরু

|

ফাইল ছবি

কোটা ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী প্রজন্ম তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াঁজো কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, কোটা সংস্কার আন্দোলনে কারা মদদ দিচ্ছে এ কথা বলে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেয়ার সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামীর প্রজন্মকে মেধাশূন্য করতে চায় সরকার।

আওয়ামী লীগই কোটা সংস্কার চায় কিনা সেই প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় থাকতে সহযোগীদের খুশি করা ছাড়া অন্য কিছুই ভাবছে না আওয়ামী লীগ।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply