শেরপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

|

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুরে বন্যার পানিতে ডুবে মো. সুমন মিয়া (১৩) ও মো. সুফল মিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের কৃষক মো. মহির মিয়ার ছেলে সুমন ও একই গ্রামের কৃষক মো. আমজাদ হোসেনের ছেলে সুফল মিয়া। তারা দুইজন স্থানীয় কামারের চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

শেরপুর সদর থানার পরিদর্শক ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম জানান, বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলতে গিয়ে স্রোতের মধ্যে পড়ে পানিতে তলিয়ে যায় দুই বন্ধু। পড়ে অন্য বন্ধুরা তাদেরকে বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর তাদের নিথর দেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, দুই ছাত্র মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় জানানো হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply