Site icon Jamuna Television

ব্রাজিলিয়ান রেফারির কাঁধে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের দায়িত্ব

ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস (মাঝে)।

আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ওই ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। এই ম্যাচে মাঠে রেফারির দায়িত্ব পালন করবেন যারা তারা সবাই ব্রাজিলিয়ান।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সূত্রে জানা গেছে, ফাইনালের লড়াইয়ে ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস। তার সহকারীর দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান। তারা হলেন, ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া।

তবে, চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রডোলফো টস্কি। সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পেয়েছেন আরেক ব্রাজিলিয়ান, দানিলো মানিস।

২০১৫ সাল থেকে ফিফার ম্যাচ অফিশিয়ালদের তালিকায় থাকা ক্লাউস চলতি কোপা আমেরিকায় মেক্সিকো-ভেনেজুয়েলা ম্যাচ পরিচালনা করেছেন। সবশেষ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বেও দুটি ম্যাচ পরিচালনা করেছেন ৪৪ বছর বয়সী এই রেফারি।

/এমএইচ

Exit mobile version