আসামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি দাঁড়ালো ৮৪

|

ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেষ খবর শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত, রাজ্যজুড়ে প্রাণহানির সংখ্যা ৮৪ জনে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বিপর্যস্ত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ। রাজ্যের ৩৫টির মধ্যে ২৬টি জেলাই বন্যায় বিপর্যস্ত।

পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে কাচার, বরপেটা, কামরুপ, নাগাঁও, ধুবরি এবং বিশ্বনাথে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার নাগাঁও জেলা।

এদিকে ১ লাখের বেশি মানুষ ঠাইঁ নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এখনও বিদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ব্রহ্মপুত্র নদীর পাশাপাশি কুশিয়ারা, সুবানসিরি এবং দিসাং নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।

রাজ্য সরকার জানিয়েছে, উপদ্রুত এলাকায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে। তবে প্রতিকুল পরিস্থিতির কারণে ক্রমেই বিপর্যস্ত মানুষের কাছে সহায়তা পাঠানো কঠিন হয়ে উঠছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply