পোখারায় ভূমিধসে একই পরিবারের ৭ জনের মৃত্যু

|

অবিরাম বৃষ্টির ফলে ভূমিধসে নেপালের পোখারায় ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে পোখারার কাস্কি জেলায় এই ঘটনা ঘটে। খবর দ্য কাঠমাণ্ডু পোস্ট।

একই পরিবারের সাতজনের মধ্যে রয়েছেন, পোখারা মেট্রোপলিটন সিটির বাসিন্দা কুল বাহাদুর পারিয়ার, তার স্ত্রী, মা, দুই মেয়ে, মেয়ের স্বামী। তবে আরেকজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ‍পুলিশের সহকারী সুপারিটেনডেন্ট বসন্ত কুমার শর্মা জানান, এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে তাদের এক প্রতিবেশীও নিহত হয়েছেন।

এছাড়া নিহত অন্য তিনজন পোখারার চানপুর এলাকার বাসিন্দা বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ থাকলেও পরে তার মরদেহ উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা।

আরও পড়ুন: নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়লো দুটি বাস, নিখোঁজ ৬৩

এদিকে, শুক্রবার (১২ জুলাই) নেপালের মদন-আশ্রিত মহাসড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনায় সড়ক থেকে দুটি যাত্রীবাহী বাস ছিটকে পাশের ত্রিশূলি নদীতে ভেসে গেছে। এ ঘটনায় দুই বাসের চালকসহ ৬৩ জন নিখোঁজ রয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply