মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী নিহত

|

মৌলভীবাজার করেসপনডেন্ট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত ইমাদ উদ্দিন একই উপজেলার আজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিনও গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিস হলেও তা সমাধান হয়নি। পরে এ নিয়ে আদালতে মামলা হয়। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে সেই জমিতে চাষ করতে গেলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যাইয়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইমাদ উদ্দিন মারা যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply