Site icon Jamuna Television

ভারতে আম্বানি পুত্রের বিয়েতে হাজির ’অদৃশ্য’ জন সিনা!

স্বাভাবিকভাবে দেখা যায় না ডব্লিউডব্লিউই-এর তারকা জন সিনাকে! কারণ- তার নিজের দেয়া ট্রেডমার্ক স্লোগানই হচ্ছে ‘ইউ কান্ট সি মি’। তবে নিজের স্লোগানকে মিথ্যা প্রমাণ করে ভারতের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হাজির এই তারকা। কিন্তু কেন?

সম্প্রতি জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই মুম্বাইয়ে চলে যান এই রেসলিং তারকা। শুক্রবার (১২ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা, ঐতিহ্যবাহী বিয়ের পোশাক শেরওয়ানি পরে বিয়ের অনুষ্ঠানতে আসতে দেখা যায় তাকে। আকাশী রঙের শেরওয়ানি পরে ক্যামেরার সামনে তার চিরচেনা ‘ইউ কান্ট সি মি’ পোস দেন। তার সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্নড় সুপারস্টার যশ ও তেলেগু সেনসেশন মহেশ বাবু।

/এআই

Exit mobile version