পরীক্ষামূলক উড্ডয়নের সময় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি যাত্রীবাহী সুখোই সুপারজেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময়, উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিল না। তবে দুর্ঘটনায় বিমানে থাকা তিন ক্রু নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) দেশটির ইমার্জেন্সি মন্ত্রণালয় এ তহ্য নিশ্চিত করেছে। তারা জানায়, সুখোই সুপারজেট হান্ড্রেড নামের উড়োজাহাজটি একটি বনের মধ্যে আছড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন জানায়, মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনায় সময় বিধ্বস্ত হয় বিমানটি। এটি রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের এয়ারলাইন কোম্পানি গ্যাজপ্রোমাভিয়ার মালিকানাধীন। তবে, বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।
/এমএইচ
Leave a reply