লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন ইয়ুর্গেন ক্লপ। গেল মৌসুমের মাঝপথে ডাগ আউটের দায়িত্ব ছাড়লেও এবার অবশ্য নতুন ভূমিকায় থাকছেন তিনি।
২০২৩–২৪ মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। মূলত বিশ্রাম নিতেই এই সিদ্বান্ত নিয়েছিলেন তিনি। লিভারপুল তাদের হারানো গৌরব ফিরে পেয়েছিল এই জার্মান কোচের অধীনেই। ২০১৫ থেকে ২০২৪ লিভারপুলের ডাগআউটে ৯ মৌসুম ছিলেন ক্লপ।
তার অধীনে ৪৮৯টি ম্যাচ খেলেছে অলরেডরা, শিরোপা জিতেছে আটটি—একটি চ্যাম্পিয়নস লিগ, একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ , একটি উয়েফা কাপ, একটি এফএ কমিউনিটি শিল্ড ও একটি ক্লাব বিশ্বকাপ। জার্মান এই কোচের জায়গায় আর্নে স্লটকে ডাগ আউট সামলানোর দায়িত্ব দিয়েছে অলরেডরা।
লিভারপুল ছাড়ার ঘোষণা দেয়ার সময়ই বলেছিলেন, আপাতত অন্য কোনো ক্লাবের কোচ হতে চান না। লিভারপুল ছাড়া অন্য কোনো দল নিয়ে ভাবছেনও না বলে জানিয়েছিলেন জার্মান কোচ। এখন পর্যন্ত তিনি সত্যিকার অর্থেই বিশ্রামে আছেন। তাঁর পরবর্তী কোচিং গন্তব্য নিয়ে কোনো গুঞ্জনও নেই। এর মধ্যেই লিভারপুল ঘোষণা দিল, ক্লপ তাদের সঙ্গেই থাকছেন, অন্য ভূমিকায়।
/আরআইএম
Leave a reply