দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা ধরে রাখতে সবাইকে এক জোট হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
দুপুরে গণভবনে আসন্ন নির্বাচন নিয়ে ইসলামী দলগুলোর সাথে সংলাপে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আলোচনায় সংবিধান অনুযায়ী নির্বাচন আর বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষার বিষয়ে ১২ ইসলামী দলই সমর্থন জানান আওয়ামী লীগ সভানেত্রীকে।
সংলাপের ধারাবাহিকতায় দুপুরে গণভবনে যায় ১২টি ইসলামী দলের নেতৃবৃন্দ। অবাধ,সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে সংলাপে বসে ইসলামী দলগুলোর ৫২ নেতৃবৃন্দ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করে দু’পক্ষই।
প্রায় আড়াই ঘন্টার আলোচনা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৈঠকে কোন বিষয় নিয়েই দ্বিমত হয়নি।বর্তমান সরকারের প্রতি ইসলামী দলগুলোর সমর্থন আছে বলে দাবি করেন তিনি।
১২ ইসলামী দলের নেতৃবৃন্দ জানান, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেই সকল দলের সাথে সংলাপের প্রকৃত ফলাফল উঠে আসবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
Leave a reply