ভারী বর্ষণ ও বন্যার কারণে ১৮ জেলা তলিয়ে যাওয়ায় পণ্যের সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কাঁচামরিচসহ সবজির দাম ঊর্ধ্বমুখী— এমন মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শনিবার (১৩ জুলাই) সকালে রফতানি ট্রফি বিতরণের তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আলু ও পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেয়া হয়েছে। ব্যবসায়ীরা চাইলে, যেকোনো দেশ থেকে আমদানি করতে পারবেন। ছয় মাসে কেউ কোনো পণ্য মজুদ করতে পারেনি। মজুদ করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আহসানুল ইসলাম জানান, রফতানি আয়ের তথ্য বিভ্রান্তি দূর করতে এখন থেকে ইপিবি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের তথ্য সমন্বয় করা হবে। পাশাপাশি রফতানিকারকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করবে ইপিবি। রফতানি বাড়াতে নতুন বাজার তৈরি করা হচ্ছে।
সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, সব আমলেই দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল। তবে এখন প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এনকে
Leave a reply