আদালতে বক্তব্য পেশ করতে আন্দোলনকারীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

|

আন্দোলন না করে আদালতে গিয়ে শিক্ষার্থীদের বক্তব্য পেশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে। দেশে অনগ্রসর ও ক্ষুদ্র নৃগোষ্ঠির জন্য কিছু কোটা রয়েছে। সংবিধানেও তা বলা আছে। কোটা না থাকলে এরা কোনোদিন মূল স্রোতে ফিরতে পারবে না।

তিনি আর‍ও বলেন, ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের পর প্রধানমন্ত্রী কোটা উঠিয়ে দিয়েছিলেন। এরপর হাইকোর্ট কোটা বহালের রায় দেয়। পরে আপিল বিভাগ সেই রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছে। এক্ষেত্রে আন্দোলনকারীদের একটু অপেক্ষা করা উচিত। এ সময় রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করলে জনদুর্ভোগ বাড়বে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্থানীয় সংসদ সদস্য, সিটি মেয়রসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply