কাল ‘বাংলা ব্লকেড’ নেই, গণপদযাত্রা ও স্মারকলিপি দেবে শিক্ষার্থীরা

|

কোটা আন্দোলনের নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল রোববার (১৪ জুলাই) গণপদযাত্রা কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এরপর তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। শনিবার (১৩ জুলাই) কর্মসূচি বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ সময় জানানো হয়, আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা গণপদযাত্রা শুরু করবেন। এরপর তারা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন। একই সময়ে দেশের সব জেলায় শিক্ষার্থীরা পদযাত্রা করবেন এবং সেই জেলার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেবেন।

আন্দোলনকারীরা বলেন, দশ দিনের আন্দোলনে দেশের কোথাও ভাঙচুর, নৈরাজ্য হয়নি। ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের নামে পুলিশ মামলা করেছে। যে মামলা করেছে ওই পুলিশ সদস্যকে বদলির দাবি জানান তারা। মামলাটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটামও দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, সরকার আন্দোলন দমনের প্রস্তুতি নিচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। শিক্ষকরা ক্লাস-পরীক্ষা নিলেও তাতে শিক্ষার্থীরা অংশ নেবে না।

আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধী না। আমরা চাই সংস্কার। মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাক সেটি আমরাও চাই। নাতি-নাতনিরা যেন এসব কোটা না পান, সে বিষয়টি বারবার বলে আসছি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply