ট্রাম্পের ওপর হামলায় নিহত একজন সমর্থক ও হামলাকারী

|

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছে। দেশটির স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ট্রাম্পের ওপর হামলা হয়। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা খুব বেশি গুরুতর নয়।

এদিকে, সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলায় রীতিমত অবাক হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি হতবাক ও দুঃখিত। কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন। দেশের বর্তমান প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই এবং আমাদের সকলকে অবশ্যই এর নিন্দা করতে হবে।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply