নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডন্ট জো বাইডেন। এছাড়া ঘটনার পর ট্রাম্পের সাথে ফোনালাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে সামাজিক মাধ্যম এক্স-এ নিজের প্রতিক্রিয়া জানান বাইডেন। বলেন, যা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। এ ধরনের সন্ত্রাসবাদের যুক্তরাষ্ট্রে কোনো ঠাঁই নেই। ট্রাম্প এবং তার পরিবারের জন্য প্রার্থণা করছি।
এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে জানিয়ে বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই এ ধরনের কার্যকলাপকে এড়িয়ে যাওয়া যাবে না। সবাইকে এক হয়ে এ ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার করার আহ্বানও জানান তিনি।
ট্রাম্প এখন সুস্থ আছেন জানিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
/এমএইচ
Leave a reply