সুনামগঞ্জে সুরমার পানি কমলেও দুর্ভোগ কমেনি

|

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

বৃষ্টিপাত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ২০ সেন্টিমিটার কমেছে। রোববার (১৪ জুলাই) সকালে জেলা শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদীর পানি কমলেও বন্যার্তদের দুর্ভোগ কমেনি। জেলা সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই, শাল্লা, জামালগঞ্জ, মধ্যনগর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার হাওর ও নিম্নাঞ্চলের অনেক রাস্তা-ঘাট ও বসতঘরে এখনও পানি রয়েছে। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে পানি ওঠায় যান চলাচল ব্যহত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। বৃষ্টি হলে আবারও নদীর পানি বাড়তে পারে। তবে, ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে না।

/আরএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply