যুক্তরাষ্ট্রে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ

|

যুক্তরাষ্ট্রে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। তবে সময়ের তারতম্যের কারণে টাইম জোন অনুসারে কানেক্টিকাট, ক্যালিফোর্নিয়াসহ অনেক রাজ্যে এখনও ভোটগ্রহণ চলছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর থেকে একে একে ভোটগ্রহণ শেষ হয় জর্জিয়া, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা আর কেন্টাকির কেন্দ্রগুলোতে। সিবিএস নিউজের বুথফেরত জরিপ বলছে, বেশিরভাগ অঞ্চলেই ডেমোক্র্যাট আর রিপাবলিকান প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। ওয়েস্ট ভার্জিনিয়ায় আগের মতোই জনপ্রিয়তা ধরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে অঞ্চলটিতে রিপাবলিকানদের আধিপত্য বজায় থাকবে বলেই ধারণা।

অন্যদিকে টেক্সাস-সহ বেশ কিছু রাজ্যে জয়ের ব্যাপারে আশাবাদী ডেমোক্র্যাট প্রার্থীরা। প্রাথমিক হিসেব-নিকেশ বলছে, মার্কিন কংগ্রেসে প্রথমবারের মতো দেখা যেতে পারে বেশ ক’জন কৃষ্ণাঙ্গ আর মুসলিম সিনেটরকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply